অঝোর ধারায় বৃষ্টি
আবুল কাশেম
অঝোর ধারায় বৃষ্টি,
ডুবে যাচ্ছে রাস্তা-ঘাট
ডুবলো গোটা সৃষ্টি।
ঝমঝমা ঝম বৃষ্টি নামে
রাতে দিনে নাহি থামে,
রাস্তা ঘাটে প্রবল ঢলে
ফসল গেলো পানির তলে।
অসহায় সব সৃষ্টি।
অঝোর ধারায় বৃষ্টি।
গরীব লোকের নাই রে খাবার
ধনী চিন্তায় মরে,
খাওয়ার জন্য অল্প কিছু
ধান রয়েছে ঘরে।
মরছে গরীব অনাহারে
কেউ রাখে না দৃষ্টি।
অঝোর ধারায় বৃষ্টি।
রচনায় ৮ আগস্ট, ২০২৩
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.