কামরুল হাসান রুবেল: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী ফেসবুক লাইভে এসে লিখিত বক্তব্যের পাঠের মধ্যে দিয়ে প্রতিবাদ জানান।
শুক্রবার দুপুরে মুছাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এই লাইভ বক্তব্য দেন চেয়ারম্যান আইয়ুব আলী।
এসময় চেয়ারম্যান আইয়ুব আলী লিখিত বক্তব্যে বলেন, তার ইউনিয়নে নিষিদ্ধ সময়ে জাটকা আহরণে বিরত থাকা ২৯০জন জেলের জন্য ১৬০ কেজি করে ৩মাসের চাল একত্রে বরাদ্দ আসে। বিধি মোতাবেক ট্যাগ অফিসারের উপস্থিতিতে ২৯০জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়। কার্ড থাকলেও ৩৪০জন কার্ডধারী জেলের মধ্যে বরাদ্দ না আসায় অপর ৫০জন জেলেকে চাল দেয়া সম্ভব হয়নি। বঞ্চিতদের জন্য সরকার চাল বরাদ্দ দিলে তারাও নিয়ম মাফিক চাল পাবে। অপপ্রচারকারীরা ৮জন জেলের কার্ড ছিনিয়ে নেয়ার মিথ্যা অভিযোগ তুলেছে আমার বিরুদ্ধে। যার কোন বাস্তবতা ও সত্যতা নেই। আমার ইউনিয়নে বকনা বাছুর প্রদান বিষয়ে আমি কিছুই জানি না। উপজেলা মৎস্য অফিস এ তালিকা প্রস্তুত করে, তারাই বিতরণ করেছে।
উল্লেখ্য, কার্ড থাকলেও ৫০জন কার্ডধারী জেলে চাল না পাওয়ায় ক্ষুব্দ হয়ে গত বুধবার মুছাপুর ইউনিয়নের চৌধুরী বাজারে বিক্ষোভ করেছিল। এসময় বিক্ষোভকারীরা চাল না পাওয়ার বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে দোষারোপ করেন।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.