প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচার অপরিহার্য। ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। তাই তাদের অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
গতকাল দুপুরে বগুড়া জেলা আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, এ ন্যায়কুঞ্জ নির্মাণ দূরদূরান্ত থেকে আগত বিচারপ্রার্থীদের জন্য সরকারের অর্থায়নে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি অনন্য ও দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগ। দেশের ৬৪ জেলায়ই ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে।
১ হাজার বর্গফুটের এ ন্যায়কুঞ্জে বিচারপ্রার্থীদের বিশ্রামের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে দুটি শৌচাগার, একটি স্টোর, একটি দুগ্ধদান কেন্দ্র আছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এ কে এম মোজ্জামেল হক চৌধুরী, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর, প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য (জেলা জজ) শরনিম আকতার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, প্রধান বিচারপতির সফরসঙ্গী রেজিস্ট্রার মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এবং বিভিন্ন আদালতের বিচারক, সিভিল সার্জন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, বার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক।
উদ্বোধন শেষে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান বিচারপতি।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.