‘আট আনায় জীবনের আলো’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার উল্লাপাড়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ত্রয়োদশ গ্রন্থমেলা-২০২৩।
উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলা ১১টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর এ এস এম সামছুল আরেফিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ। পুরো অনুষ্ঠানটি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন সঞ্চালনা করেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের মাসিক আট আনা (৫০ পয়সা) চাঁদার অর্থে গঠিত জ্ঞানের আলো ট্রাষ্টের মাধ্যমে প্রতিবছর উপজেলা পরিষদ চত্বরে এই গ্রন্থমেলার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের চাঁদার অর্থে মেলা পরিচালিত হয় বলে এর মূল প্রতিপাদ্য ‘আট আনায় জীবনের আলো’।
এ বছর মেলায় ৫০টিরও বেশি স্টল দেওয়া হয়েছে। মেলা অঙ্গনে সাংষ্কৃতিক মঞ্চে প্রতিদিন বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত সাংষ্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি বছরের মত শিশু কিশোরদের লেখা নিয়ে এবারও প্রকাশিত হবে স্মরণিকা ‘ফাগুনের আবাহন’। আগামী ২৭ ফেব্রুয়ারি মেলার সমাপনী দিন।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.