আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরাম’র অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

কামরুল হাসান রুবেল, নোয়াখালীঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের প্রবাসীদের মানবিক সংগঠন আলোকিত শান্তির হাট প্রবাসী ফোরামের অভিষেক এবং মেধাবী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার চরহাজারী ইউনিয়নের শান্তির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী বি. কম মাহফুজুর রহমানের সভাপতিত্বে সংগঠনের ব্যবস্থাপনা সদস্য হাফেজ শাহাব উদ্দিন ও জাকের হোসেন আরিফ এর যৌথ সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
এসয় চরহাজারী ইউনিয়নের শান্তিরহাট অঞ্চলের কয়েকজন আলোকিত ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়৷
অনুষ্ঠানের শুরুতে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের কর্ম পরিকল্পনা নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মহি শামীম ও মোঃ সেলীম
এতে সংবর্ধিতা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক চরহাজারীর কৃতি সন্তান মোঃ সাইফুল আরেফিন,লক্ষীপুর জেলা পরিষদের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুন নাহার,এক্সপ্রো গ্রুপ অব কোম্পানির চিফ অডিট অফিসার মোঃ আনোয়ার হোসেন,বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম রাশেদ,বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জহির উদ্দিন, ডাক্তার আব্দুল কাইয়ুম ফরহাদ।
এছাড়াও সমাজ সেবায় এবং শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা রাখায় মৌলভী হাবিবুল্লাহ কে সম্মাননা প্রদান এবং প্রফেসর মোমিম উল্যাহ ও হাকিম সিদ্দিক আহমেদকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আবু তাহের মেম্বার,হাজারি হাট আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা শাহজাহান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রীতি মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা স্বরূপ নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের সভাপতি লন্ডন প্রবাসী সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমেরিকান প্রবাসী হেলাল উদ্দিন শাহিন মুঠোফোনে প্রবাসী ফোরাম এর পক্ষ থেকে শিক্ষার প্রসার ও মানব কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন।