সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও মারধরের ঘটনায় এক মাস পর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
আজ রোববার সকালে শফিকুল ইসলাম মামলাটি করেন।
এ মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫০ নেতা-কর্মীর নামসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামিদের মধ্যে সাবেক এমপি তানভীর ইমাম, আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,সাবেক পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন,সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,শ্রমিকলীগ নেতা আব্দুস ছামাদ,পূর্নিমাগাঁতী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হোসেন তপম সহ ৫০ জন নামীয় সহ আরো ১০০ থেকে ১৫০ অজ্ঞাতদের নামে মামলা রুজু করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ আগষট সকালে আসামিরা আওয়ামীলীগের সন্ত্রাসীবাহীনি। এই সন্ত্রাসীরা
রামদা,লেহার রড,ছোঁড়া,হাসুয়া,চাঁপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর হামলা করে এতে শামীম রেজা গুরুতর আহত হয়।
এঘটনায় আহত ছাত্র শামীম রেজার বাবা শফিকুল ইসলাম আজ সকালে বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন,শিক্ষার্থী মারধরের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.