সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থী মোঃ শামীম হাসান কে মারধরের অভিযোগে সাবেক এমপি তানভীর ইমাম এবং সাবেক মেয়র এসএম নজরুল ইসলাম এবং ৫০ জনের নাম উল্লেখ করে উল্লাপাড়া মডেল থানায় শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছে।
মামলা সূত্রে জানা যায় গত ৭ আগষ্ট পৌর শহরের ঝিকিড়া এলাকার শিক্ষার্থী শামীম হাসান মারধর করা হয়েছে উল্লেখ করে নির্দেশদাতা সাবেক এমপি তানভীর ইমাম কে প্রধান আসামি করে ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও এই মামলায় অন্তত ১৫০ জনের অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা সাব-ইন্সপেক্টর মোঃ রুহুল আমিন বলেন শিক্ষার্থী মারধরের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.