বাংলাদেশ-থাইলয়ান্ড-তাইওয়ানের যৌথ বিনিয়োগে উৎপাদিত মেঘা ফিড কতৃক আয়োজিত মৎস্যচাষী সমাবেশ অনুষ্ঠিত।
সোমবার (২৭ ফেব্রুয়ারী)বেলা ১২টার সময় শলী বাজারে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোক্তার হোসেন মল্লিক সভাপতিত্বে ও মেঘা ফিডের সিরাজগঞ্জ-পাবনা দায়িত্ব প্রাপ্ত অফিসার রফিকুল ইসলাম পরিচালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,স্পেক্ট্রা হেক্সা ফিডস্ লিমিটেডের অপারেটিভ ডিরেক্টর রইস উদ্দিন,উল্লাপাড়া উপজেলা মৎস্য অফিসার আতাউর রহমান,স্পেক্ট্রা হেক্সা ফিডস্ লিমিটেডের অপারেটিভ ডিরেক্টর শাকিব আলতাফ,ডি.জি.এম ডাঃ মোহাম্মদ আল্লামা ইকবাল,এ.জি.এম কামরুজ্জামান শাহ্,এ.জি.এম এনামুল হক প্রমূখ।
উক্ত অনুষ্ঠান আয়োজনে করেন, মেসার্স মমতা এন্ড লামইয়া এন্টারপ্রাইজের প্রোপাইটার মোস্তফা কামাল।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.