উল্লাপাড়ায় শিক্ষার মান ফিরিয়ে আনতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিম

ময়নুল হোসাইন,নিজস্ব প্রতিআেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈরী রাজনৈতিক পরিবেশের কারনে শিক্ষার যে ক্ষতি সাধন হয়েছে তা ফিরিয়ে আনতে উপজেলার সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক,মাদ্রাসা, ও কলেজ, প্রধানদের সঙ্গে মতবিনিময়সভা করছেন বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির সদস্য সাবেক এমপি এম আকবর আলী।
সোমবার সকালে উপজেলা শহরের মোমেনা আলী বিজ্ঞান স্কুল মাঠে,মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য তিনি উল্লাপাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি, অনিয়ম দুর করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে উল্লাপাড়াকে একটি আধুনিক শিক্ষা নগরী গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মীর আব্দুল হান্নান, বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মোক্তার হোসেন আরএস কলেজের অধ্যক্ষ, আবু জাফরসহ অনেকে।