উল্লাপাড়ায় সন্ত্রাস ও চাদাঁবাজ মুক্ত করতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ময়নুল হোসাইন,নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম আকবর আলীর উদ্যোগে উপজেলার পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার পৌর শহরের ঝিকিড়ায় অবস্থিত জিনিয়াস স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে এম আকবর আলী বলেন,উল্লাপাড়া উপজেলাকে সত্রাস, চাঁদাবাজ ও দখলদার মুক্ত একটি আধুনিক শিক্ষা নগরী হিসাবে গড়ে তুলতে সকলে এগিয়প আসতে হবে। তিনি আরো বলেন,স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন স্থান নেই। তাই আমাদের স্ব স্ব স্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন শফিউল মোমেন শফি, জাহিদুল ইসলাম মিষ্টার, আজিজুল হক মানু,আব্দুর রাজ্জাক সন্টু সহ ছাত্রদল যুবদল ও সহযোগী অংগ সংগঠনে নেতৃবৃন্দ