আবুল কাশেম,সখিপুর প্রতিনিধি-
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাইকার চালা গ্রামের বাসিন্দা রোজিনা আক্তার স্বামীর নির্যাতনের বিচার না পেয়ে মায়ের কাছে আশ্রয় নিয়েছে। গত তিন বছর আগে রোজিনা আক্তারের বিয়ে হয় সখিপুর উপজেলার কচুয়া গ্রামের সজীব নামক এক অকর্মণ্য বেকারের কাছে। সে বিয়ে ছিল প্রেম ঘটিত এবং বাল্য বিবাহ। বিয়ের দুই বছরের মাথায় তার গর্ভে এক সন্তান আসে। কলেজ পড়ুয়া রোজিনার পৈত্রিক অবস্থা খারাপ থাকায় স্বামীর বাড়ির লোকজন এ বিয়ে কে মেনে নিতে পারেনি।
কারণ, যৌতূক লোভী স্বামী ও শ্বাশুড়ীর নির্যাতনের শিকার হয়ে কয়েক বার সে বাড়ি থেকে টাকা-পয়সা, স্মার্ট মোবাইল ফোন এমন কি বিছানা পত্রসহ সংসারের যাবতীয় জিনিস এনে দেয় স্বামীর বাড়ি। তথাপি তাদের লালসার শিকার হয়ে নির্যাতিত হতে থাকে।
এক পর্যায়ে থানায় মামলায় করলে এলাকার গণ্য-মান্য ব্যক্তিবর্গ, সখিপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ রফিকুল ইসলামের মধ্যস্থতায় এ.এস.আই আঃ মান্নান একটি শালিসী বৈঠকের ব্যবস্থা করেন। উক্ত বৈঠকে স্বামী পক্ষ আর নির্যাতন করবে না মর্মে মুচলেকা দিয়ে রোজিনাকে আবার সজীব বাড়িতে নেয়। গত ঈদে আবার সে মোটা অঙ্গের যৌতূক দাবি করলে এবং রোজিনাকে মানসিক ও শারীরিক নির্যাতন করলে সে নিজ বাড়িতে চলে যায়। শালিসে উপস্থিত ব্যক্তিদেরকে জানালে তারা জানায়, সজীব বেয়াদব। আমাদের কথা শোনে না। আপনারা আদালতে যান।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.