কামরুল হাসান রুবেল-
প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের ৩ দিনের মধ্যে মরণোত্তর বীমা দাবী পরিশোধ করলো দেশের
পুর্নাজ্ঞ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানী সোনালী লাইফ ইনসুরেন্স।
নোয়াখালী কোম্পানীগন্জের চরপার্বতী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা বীমা গ্রাহক মরহুমা বিবি জুহুরা ২৫ মার্চ ২০২০ সালে ১০ বছর মেয়াদী ছয় মাসে ১৫৭৭৫ টাকা প্রিমিয়ামের একটি পলিসি গ্রহণ করেন সোনালী লাইফের বসুরহাট মেট্রো অফিসে।
মরহুমা বিবি জুহুরা ৪ কিস্তি জমা দেওয়ার পর মৃত্যুবরণ করলে কোম্পানীর প্রতিশ্রুতি অনুযায়ী কাগজপত্র জমা দেওয়ার ৩ দিনের মধ্যে নমিনী মো: ইলিয়াসের একাউন্টে ১৮৬৭৫০ পেমেন্ট করেন।
এসময় উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইনসুরেন্সের বসুরহাট মেট্রো বিএম মিজানুর রহমান সোহেল,ইউনিট ম্যানেজার আবদুল বারেক, সাইফুল আলম কাতারী,দিদার হোসেন, মোঃ মাসুদ ও ফ্রিনালসিয়াল এসোসিয়েট জাবেদ হোসেন প্রমূখ।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.