কাজীর কারসাজিতে অসহায় নিপার আর্তনাদ

আবুল কাশেম, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরের ছোট গবড়া গ্রামের বাসিন্দা মোঃ আবুল হোসেনের মেয়ে নিপা আক্তারের সাথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাথালিয়া গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে জাকির হোসেনের সাথে প্রায় ১২ (বারো) বছর আগে বিয়ে হয়।
বিয়ের পর হতে উক্ত জাকির হোসেন বিভিন্ন সময় নির্যাতন করে নিপা আক্তারে নিকট হইতে ৬,৫০,০০০/-(ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা যৌতূক হিসেবে নেয়। তারপরও উক্ত জাকির হোসেন নিপাকে আরো টাকার দাবিতে নির্যাতন করে। কিন্তু নিপা এতে অস্বীকার করলে তাকে জাকির হোসেনের গোটা পরিবার নির্যাতন করে এবং টাকা আনতে বলে। এক পর্যায়ে নিপা আক্তারকে তার একমাত্র প্রতিবন্ধী পুত্রসহ বাড়ি হতে এক কাপড়ে বের করে দেয়। এর বিচারে দাবিতে নিপা আক্তার কালিয়াকৈর থানায় সশরীরে হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা ঘটনার সত্যতার প্রমাণ পায়। থানা থেকে ব্যব¯’া নিতে উদ্যোগ নিলে প্রতারক স্বামী জাকির হোসেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার তক্তারচালা বাজারের কাজী মোজাহিদ এর নিকট একটি জাল স্বাক্ষরের ভিত্তিতে নিপার পক্ষ থেকে একটি ডিভোর্স (স্বামী তালাক) নামা দেয়।