শাহ্ আলী বাচ্চু, জামালপুর সংবাদদাতাঃ
জামালপুর সদর উপজেলায় শরিফ পুর ইউনিয়নে শীতলকুশা নয়াপাড়ায় কাঠ বাগান থেকে শফিকুল ইসলাম শফি মোল্লা (৩৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছেন পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) ভোরে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শীতকূর্শা গ্রামের নয়াপাড়ায় কাঠ বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম শফি মোল্লা শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা গ্রামের মোল্লা বাড়ির মৃত জয়নাল আবেদীন মোল্লার পুত্র । তিনি দুইবার তার নিজ ৬নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচন করেছেন এবং তিনি পেশায় একজন কৃষক ।
এলাকাবাসীসূত্রে জানা যায়, ভোরের দিকে শীতলকুশা নয়াপাডা গ্রামের ডাক্তার আব্দুল জলিলের বাড়ির পিছনে কাজে যাবার সময় এক মহিলা কাঠ বাগানে একজনকে পড়ে থাকতে দেখে। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়। স্থানীয়রা দেখে শফিকুল ইসলাম শফি মোল্লার লাশ শনাক্ত করে পুলিশে খবর দেন। পরে পুলিশে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, ‘সদর উপজেলার শীতলকূর্শা গ্রাম থেকে শফিকুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
উল্লেখ, এর আগেও এ এলাকায় আরও এ ধরনের দু'টি ঘটনা ঘটেছে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.