আবুল কাশেম, সখিপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুরে আজ শনিবার ২৩ সেপ্টেম্বর-২০২৩ তারিখে কৃষক শ্রমিক জনতা লীগের কমিটি গঠন ও আব্দুল্লা মাস্টারের দলে যোগদানের অনুষ্ঠান সখিপুরের কেজিকে (কচুয়া, গজারিয়া, কীর্ত্তনখোলা) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী কাদের সিদ্দিকী বীর উত্তম এর মুক্তিযুদ্ধ বিষয়ক নানা অবদানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। কাদের সিদ্দিকীর উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের প্রাক্তন ছাত্রলীগ সভাপতি মোঃ আব্দুল্লাহ মিয়ার যোগদান করার কথা থাকলেও কাদের সিদ্দিকী নানা রূপ আপত্তিকর কথা বলে তাকে কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান নিতে অস্বীকৃতি জানিয়েছেন। কাদের সিদ্দিকী শেখ হাসিনার নৌকা কে গাঁজার নৌকা উপাধি দিয়ে বলেন, ‘যে নৌকা শেখ হাসিনা হাতের তালুতে নিয়ে ঘুরে সেটা মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না।’ বিএনপি কে উদ্দেশ্য করে বলেন, এটা কোন জনগণের দল নয়। তিনি তারেক রহমানকে হাওয়া ভবন তৈরির জন্য বাংলাদেশের মানুষের নিকট ক্ষমা চাইতে বলেন।
তিনি আরো বলেন, যারা লন্ডনে বসে টাই কোট পড়ে নিরাপদে দিন কাটায় তারা কখনো জনগণের কল্যাণে কাজ করে না। এক ঘণ্টার বক্তব্যে তিনি জনতাকে উদ্দেশ্য করে বলেন, নৌকা ফরিদ পুরের মার্কা, ধানের শীষ বগুড়ার মার্কা কিন্তু গামছা হলো আপনাদের সখিপুরের মার্কা। তিনি নিজের জীবনের স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে টাঙ্গাইলের নিরালা মোড়ে আমার বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী আমাকে যে অকথ্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, কোন মানুষ এতো জঘন্য ভাষার গালি সহ্য করতে পারতো না।
তখন আমার চারপাশে শতাধিক বন্দুকধারী আমার দেহরক্ষী ছিল। যদি তাদেরকে বন্দুক তাক করতে বলতাম, তাহলে আমি কাদের সিদ্দিকী এখানে আসতে পারতাম না। আমি ধৈর্যের পরিচয় দিয়েছি বলেই বড় হতে পেরেছি। উপস্থিত জনতাকে লক্ষ্য করে তিনি আরো বলেন, এ সখিপুর কেউ চিনতো না, শুধু আমার কারণেই সখিপুরের পরিচয় হয়েছে। শেখ হাসিনার বাসায় গেলে একটি ব্যাগ, মোবাইল তো দূরের কথা একটি ঘড়ি হাতে দিয়ে গেলেও শেখ হাসিনা ভয় পান। এমন দল আমরা চাই না। আমরা চাই এমন দল, যে দলের প্রধানের কাছে যে কোন সময় যে কোন নেতা, কর্মী কিংবা সাধারণ মানুষ যেতে পারবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, করোটিয়া কলেজের প্রাক্তন ভিপি শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী, হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, সখিপুর পৌরসভার কৃষক শ্রমিক জনতা লীগের সহ সভাপতি মোঃ আব্বাস উদ্দিন তালুকদার সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.