আবুল কাশেম, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন উপর দিয়ে হাঁট গিয়ে ট্রেনের অজ্ঞাত (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া রেলক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া রেলক্রসিং কিছু অদূরে রেললাইনের উপর হাঁটছিলেন। এসময় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের ট্রেনের সাথে ধাক্কায় ছিটকে রেললাইনের পাশে পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেন। তিনি মানুষিক রোগী ছিলেন। স্থানীয়রা অভিযোগ করেন, সরকারের অব্যবস্থাপনায় এখানে মাঝে মাঝে দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় যমুনা সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার শাহীন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহতের খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশকে জানানো হয়। তারা এসে মরদেহ উদ্ধার করেছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.