আবুল কাশেম, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক-সিএনজি ত্রিমুখি সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১১ জন । মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সকলেই সিএনজির যাত্রী ছিলেন।
নিহতরা হলো, ভূঞাপুরের ঘাটান্দির শিয়ালকোল এলাকার হীরামন বেগম (৬০) ও কালিহাতী উপজেলার তারাবাড়ি এলাকার মো. সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ (১৩)। আহতদের মধ্যে কালিহাতীর সয়া পালিমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে সিএনজি চালক মো. রবিউল (৩৫) ও ভূঞাপুরের বারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগম (৩৫) পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিলো। অপর দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিলো। অপর দিকে পালিমা থেকে একটি সিএনজি চালিত অটো রিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিলো।
বাস সিএনজিকে অতিক্রম করার সময় ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। পরে ট্রাকটি সিএনজির উপর উল্টে পরে। এতে সিএনজির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.