আবুল কাশেম,সখিপুর প্রতিনিধিঃ
কালিহাতীতে অটোভ্যান ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় উপজেলার কালিহাতী-বল্লা সখিপুর রোডের কামার্থী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের দেলোয়ারের ছেলে জাকির (২৮) ও আরফান আলীর ছেলে আসাদুজ্জামান (২০)।
জানা যায়, কালিহাতী-বল্লা রোডের চারান এলাকা থেকে মোটরসাইকেলযোগে দুই আরোহী কালিহাতীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে তারা কামার্থী এলাকায় পৌঁছলে একটি অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে চারান বিলমুখী প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের নিচে পড়ে মোটরসাইকেল চালক জাকির মারা যায়। আহত হয় তার সাথে থাকা আসাদুজ্জামান। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করলে টাঙ্গাইল থেকে ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যায়।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.