কেক কেটে দেশের চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফের ১০ বছর পূর্তি উদযাপন

শনিবার (৫ আগস্ট) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।
মূল অনুষ্ঠান শুরুর আগে কেক কেটে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
কেক কাটেন কোম্পানির স্বপ্নদ্রষ্টা মোস্তফা গোলাম কুদ্দুস। উপস্থিত ছিলেন বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন।
আরও ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান, সোনালী লাইফের ভাইস চেয়ারম্যান ফৌজিয়া কামরুন তানিয়া, রূপালী ইন্স্যুরেন্সের উপদেষ্টা পিকে রয়, সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল, স্বাধীন পরিচালক কাজী মনিরুজ্জামান, পরিচালক ফিরোজুর রহমান ওলিও প্রমুখ
দশম বর্ষ পূর্তিতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।