কোম্পানীগঞ্জের চরহাজারীতে আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নে,চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে চরহাজারী ইউনিয়নের শান্তিরহাট ঈদগাহ মাঠে চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো: নুরুল হুদার সভাপতিত্বে ও চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগের সঞ্চালনায়
অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, সহ-সভাপতি হাসান ইমাম বাদল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান স্বপন প্রমূখ।