কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের ২ কোটি ১৫ লাখ ৩২ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার ইউনিয়ন পরিষদে সকলের উপস্থিতিতে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আইয়ুব আলী।
বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ৩০ লাখ ৬২ হাজার টাকা, সরকারী খাত থেকে আয় ১৯ লাখ ২০ হাজার ৪০০টাকা, বিভিন্ন উন্নয়ন খাতে আয় ১ কোটি ৩০ লাখ টাকা, স্থানীয় সরকার বিভাগ থেকে আয় ৩৫ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়। অপরদিকে সর্বোচ্চ ব্যায় দেখানো হয়েছে, রাস্তা, যোগাযোগ, ব্রিজ, কালভার্ট ইত্যাদি নির্মাণে ১কোটি ১৩ লাখ টাকা ধরা হয়।
বাজেট অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, দফাদর, গ্রাম পুলিশ ইমাম, মোয়াজ্জিনসহ বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.