নোয়াখালী প্রতিনিধি
কোম্পানীগঞ্জে ইউপি সদস্য কে হত্যার হুমকি, থানায় জিডি করেছে ভুক্তভোগী ইউপি সদস্য এনামুল হকসাব।
কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং চরপার্বতী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার এনামুল হক হকসাবকে হত্যার হুমকি দেয়ায় একই বাড়ীর আহছান উল্যাহর ছেলে আরিফুর রহমান (৩০) ও মৃত আমিন উল্যাহর ছেলে আহছান উল্যাহ (৬০) এর নামে কোম্পানীগঞ্জ থানায় জিডি করেছেন ইউপি মেম্বার এনামুল হক হকসাব।
মেম্বার এনামুল হক হকসাব বলেন পূর্ব শত্রুতার জের ধরে শনিবার বিকালে আরিফ ও আহছান উল্যাহ আমাদের বসত ঘরের সামনে আসিয়া আমাদেরকে বিশ্রী ভাষায় গাল মন্দ করিতে থাকে। বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাইয়া হুমকি দেয় যে, আমাকে ও আমার পরিবারের লোকজনকে হত্যা করিয়া লাশ গুম করিবে।
পরবর্তীতে একই দিন অনুমান ১০.০০ ঘটিকার সময় স্থানীয় হাজারী হাট বাজারের দোকানদার মাঈন উদ্দিন ও নুর করিমের দোকানে সামনে আমাকে দেখিয়া উক্ত হুমকি দাতাগন পুনরায় গাল মন্দ করিয়া হুমকি দমক প্রদান করে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.