কোম্পানীগঞ্জে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে

ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি
এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ,এ স্লোগানকে বুকে লালন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য যতটুকু সম্ভব খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ৬৮ টি পরিবারের মাঝে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় সার বীজ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে
কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবা উল আলম ভূঁইয়া।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার
মো:বেলাল হোসেন,উপজেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাঈদী করিম মহোদয়, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুল আলম ভূঞা, আক্রাম উদ্দিন,মো: বোরহান উদ্দিন,সিরাজপুর আইপিএম ক্লাবের সভাপতি নুরুল আফছার পলাশ প্রমূখ।