আবদুর রহিমঃ মানুষ কুৎসিত, বিভৎস, পশুর চেয়ে অধম, মনুষ্যত্বহীন আরো কত কিছু বলি! এই ইট, কাঠের শহর জানে কত বিভৎস মানুষের মন; এই আবেগের শহরে বিবেকহীন মানুষের অভাব নেই! মানুষ আর মানুষ নেই। আছে মনুষ্যত্ব ও বিবেকহীন আবেগে টইটুম্বুর মানুষের খোলস। মৃত্যুর আর্তনাদও এই আবেগের কাছে বড়ই তুচ্ছ।
তবে যে যাই বলুক, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- এর উপরে আর কোন সত্যি নেই!
বলছিলাম, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা চরকাঁকড়ার ৩ নং ওয়ার্ডে ক্যান্সার আক্রান্ত জাবেদ এর কথা। দরিদ্র পরিবারের বেড়ে উঠা এক টগবগে যুবক, হঠাৎ ডাক্তারি পরিক্ষায় ধরা পরে ফুসফুসে ক্যান্সারের মত কঠিন রোগ!
যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে এই ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন তার পক্ষে বিনা চিকিৎসায় মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া আর কোন উপায় নেই।
তবুও নিজের বৃদ্ধ মা বাবা এক নিস্পাপ শিশুর জন্য বাঁচার আকুতি জানিয়ে সকলের নিকট আর্থিক সহযোগিতা চেয়েছেন জাবেদ। মানবতার টানে অনেকেই এগিয়ে আসছেন,তারি ধারাবাহিকতায়, কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আমিন উল্যাহ সৈকত অসুস্থ জাবেদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার সময় আমিন উল্যাহ সৈকত এর পক্ষে বসুরহাট পৌরসভা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, তাসিব খায়ের রুবেল জাবেদের পিতার হাতে এই অনুদান তুলে দেন।
উল্লেখ্য, ক্যান্সার আক্রান্ত জাবেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার ইউনিট ৩১৩ নাম্বার ওয়ার্ড, ২ নাম্বার বেডে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.