কোম্পানীগঞ্জ প্রতিনিধি-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভারতে পালিয়ে যাওয়া ছেলের দেনার টাকা না দিতে পেরে রতন মজুমদার (৫০) নামের এক পানচাষী কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।
শনিবার সন্ধ্যার পূর্বে পুলিশ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চুয়ানিরটেক এলাকার ইউবিএমসি ব্রিকফিল্ড থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় লাশের পাশ থেকে কীটনাশকের একটি বোতল উদ্ধার করা হয়।
রতন মজুমদার উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত অবণী মজুমদারের এর ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রতন মজুমদারের ছেলে সুজন মজুমদার বসুরহাট বাজারে স্বর্ণের ব্যবসা করার সুবাদে বিভিন্ন লোকজনের থেকে ধারে টাকা নিয়ে ভারতে পালিয়ে যায়। ছেলের ধারের টাকার জন্য পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে থাকে রতন মজুমদারকে। রতন মজুমদার পাওনাদারদের থেকে আত্মগোপনেও ছিলেন কিছুদিন। কিছুদিন পর বাড়িতে আসলে ছেলের পাওনাদাররা আবার চাপ দিতে শুরু করে। তা সহ্য করতে না পেরে সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়।
শনিবার বিকেলে উপজেলার চরপার্বতী ইউনিয়নের চুয়ানিরটেক এলাকার ইউবিএমসি ব্রিকফিল্ড মাটির স্তুপের ওপর লাশটি পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। পরে কোম্পানীগঞ্জ থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশের ময়না তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.