কোম্পানীগঞ্জে ড্রাগন একাদশ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কামরুল হাসান রুবেল–
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, ক্রীড়াই জাতীর মনোবল।এ স্লোগানকে বুকে লালন করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে, ড্রাগন একাদশের দাতা মো: আনোয়ার হোসেন, মো: মনির আহমেদ, আবদুর রহিম হেলালের যৌথ আয়োজনে ক্রিকেট টুর্ণামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জেড এম মহি উদ্দিন সোহাগের সভাপতিত্বে ও চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এম এস ইউ স্বাভাবের সঞ্চালনায় অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ফখরুল ইসলাম রাহাত।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজ আলম, রাজবাড়ী রেজিস্ট্রার কর্মকর্তা মো: জাফর উল্যাহ,ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন,চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাশার রানা প্রমূখ।