কোম্পানীগঞ্জে দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

কামরুল হাসান রুবেল,স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
গত ০৮ই জুন(বৃহস্পতিবার) রাতে চর-কাঁকড়া ০৩ নং ওয়ার্ড তালতলা বাজারস্থ আসামীর নিজ দোকান থেকে গ্রেপ্তার করে হয়।
আসামী আবুল বাশার ওরফে বাদশা, চর-কাঁকড়া ৩নং ওয়ার্ডের মো:ছায়দুল হক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশ অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এর তত্ত্বাবধানে এসআই আকতার হোসাইন,এএসআই জালাল সঙ্গীও ফোর্স সহ গত ৮ তারিখ রাতে দায়রা-২২/১৬,জিআর-২০১২/১২, ধারা-৩৯৪ পেনাল কোর্ড এর ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড(সাজা) প্রাপ্ত এক আসামীকে তার নিজ দোকান থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, আমরা বিশেষ অভিযান পরিচালনা করে চর-কাঁকড়া ইউনিয়ন থেকে ০৫ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।