কামরুল হাসান রুবেল, নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অস্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে বামনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদকে সভাপতি ও মধ্য পূর্ব চরকাঁকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার বিকেলে বসুরহাটের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়।
অস্থায়ী কমিটি ঘোষনার পূর্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষকদের সরাসরি ভোটের মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটি নির্বাচনের লক্ষ্যে বর্তমান অনির্বাচিত অবৈধ কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অস্থায়ী কমিটি ঘোষনা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য ও গণমাধ্যম কর্মীদের নানান প্রশ্নের জবাব দেন, শিক্ষক নেতা শেখ ফরিদ আহমেদ, আবদুল মান্নান, নুরুল ইসলাম ও মোহাম্মদ আলী। তারা বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত। ৯০ বছর যাবত প্রাথমিক শিক্ষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে আসছিল। কিন্তু ২০১০ সালে শিক্ষকদের এ সংগঠনটি রাহুর কবলে পড়ে। এখানকার অঘোষিত সন্ত্রাসের গডফাদার পলাতক বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার স্বেচ্চাচারী মনোভাবে নিজ পছন্দের লোকদের ভোট বিহীন অগণতান্ত্রিক কমিটি করে দেন। ওই কমিটির সভাপতি মফিজুল আলম এবং সাধারন সম্পাদক ওমর ফারুক দীর্ঘ সময় পর্যন্ত শিক্ষকদের অধিকারের পক্ষে কাজ না করে ফ্যাসিস্ট কায়দায় বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদেরকে রাজনৈতিক হয়রানি করে আসছিল।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.