কামরুল হাসান রুবেল,স্টাফ রিপোর্টারঃনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা'র চরকাকড়ায় বকশি বেপারি জামে মসজিদের পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল্যাহ আল মামুন ও সেক্রেটারী হিসেবে ডাঃ রফিক উল্যাহকে নির্বাচিত করা হয়েছে।
গত শুক্রবার (২৭ জানুয়ারি) চরকাঁকড়া ২নং ওয়ার্ডস্থ বকশি বেপারি জামে মসজিদ মুসল্লিদের উদ্যোগে মুসলিমপাড়া আদর্শ সমাজের সভাপতি হানিফ স্যীমানের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকাবাসী ও উপস্থিত মুসল্লীদের সর্বসম্মতিতে সাবেক সভাপতি ও ইসলামী ব্যাংক কোম্পানীগঞ্জ শাখা অফিসার আবদুল্লাহ আল মামুন কে সভাপতি ও সাবেক সেক্রেটারী ডাঃ রফিক উল্লাহ্কে সেক্রেটারী হিসেবে পূনঃনির্বাচিত করা হয়।
এসময় সমাজের বিভিন্ন বাড়ী থেকে সকলের আলোচনা পর্যালোচনার মাধ্যমে সমাজ পরিচালনায় যোগ্য দক্ষ ও বিচক্ষণ মুসল্লিদের থেকে বাছাই করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি হানিফ স্যীমান।
কমিটিতে অন্নান্যদের মধ্যে আরও যারা দায়ীত্ব পেয়েছেন, সহ-সভাপতি-মোঃ সফি উল্লাহ, সহ-সভাপতি-মোঃ হানিফ স্যীমান,সহ সেক্রেটারী-মোশারফ হোসেন রহিম,সদস্য-হাজী মোঃ তোহিদুর রহমান, সদস্য-মোঃ একরামুল হক মেম্বার, সদস্য-মোঃ সফি উল্যাহ,সদস্য-মোঃ রহিম উল্লাহ বাশার,সদস্য-মোঃ আবদুল খালেক,সদস্য-আবদুর রহিম দিদার,সদস্য-মোঃ আবু নাছের,সদস্য-মোঃ এরফানুল হক,সদস্য-মোঃ জসিম উদ্দিন,সদস্য-মোঃ মমিনুল হক।
অনুষ্ঠান শেষে বকশি বেপারী জামে মসজিদের খতীব মাওলানা আনোয়ার হোসেন নতুন পরিচালনা কমিটি ও মুসল্লীদের জন্য দোয়া কামনা করে মুনাজাতের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.