কামরুল হাসান রুবেল, নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর কোম্পানীগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে
৩১ বার তোপধ্বনির পর পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় পতাকাসহ বিভিন্ন বর্ণিল পতাকা দ্বারা সজ্জিতকরা হয়।
সকাল সাড়ে ৮ টার সময় বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশ পুলিশ, আনসার ও ভি.ডি.পি. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি এবং গ্রামপুলিশদের অংশগ্রহণে কুচকাওয়াজ প্রদর্শনী,সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস,থানার অফিসার ইনচার্জ মো: সাদেকুর রহমান,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী,উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন,উপজেলা প্রকৌশলী মো: ওবায়দুল বাশার,উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন ,উপজেলা শিক্ষা অফিসার এ টি এম এহছানুল হক চৌধুরী,উপজেলা সমবায় অফিসার মো: সোহরাব হোসেন প্রমূখ।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.