নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভিন্ন স্বাদের মিষ্টি জাতীয় খাবারের দোকান 'ফারুক সুইটস হাউজ'র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে চরহাজারী উত্তর চৌরাস্তায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম, ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২)'র আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ মিষ্টান্নের দোকান উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেজবা উল আলম ভূঁইয়া ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা তাসলীমা ফেরদৌসী । উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান সওকী,চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহি উদ্দিন সোহাগ ,ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ মিলন প্রমূখ।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, মূল্য সংযোজনের উদ্দেশ্যে প্রাণিসম্পদ এর উৎপাদিত পণ্যের শোকেজিং কার্যক্রম অংশ হিসেবে নিছক ব্যবসা নয় বরং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আমার নিজের খামারের দুধ দিয়ে বিশুদ্ধ মিষ্টান্ন খাবার পরিবেশনই আমার মূল উদ্দেশ্য।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.