কোম্পানীগঞ্জে শিক্ষার মান উন্নয়নে SMC ও শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানসম্মত প্রাথমিক শিক্ষা,সম্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা। এস্লোগানকে বুকে লালন করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা শিক্ষা কমিটির আয়োজনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে SMC ও শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ বি এম
নুরেজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়া,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,উপজেলা শিক্ষা অফিসার এ টি এম এহছানুল হক চৌধুরী,চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ,চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদল হক কচি,রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন,মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়েশা আক্তার,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক প্রমূখ।