কোম্পানীগঞ্জে সততা সামাজিক উন্নয়ন সংস্থা’র আয়োজনে বৃক্ষরোপন

কামরুল হাসান রুবেল, নোয়াখালীঃ-জাতীয় যুব দিবস উপলক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সততা যুব সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার রামপুর ইউনিয়ে মদিনাতুল উলূম মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের উপদেষ্টা ও বসুরহাট কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি ছানাউল্লাহ তামজীদের সঞ্চালনায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী লন্ডন প্রবাসী ব্যারিষ্টার মোহাম্মদ শরফুদ্দীন তামজীদ, সাবেক রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বুলবুল আহমেদ,বামনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ জামান সবুজ।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র প্রতিনিধি আকবর হেসেন,সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রহমান তানভীর,বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম,কবি ও সাহিত্যিক মামুন আশ্রাফ,সংগঠনের নির্বাহী পরিচালক শাহাদাত হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দ সংগঠনের পক্ষথেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বিভিন্ন পয়েন্টে বৃক্ষরোপণ করেন।
সততা যুব সামাজিক উন্নয়ন সংস্থা ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়ে সমাজের বিভিন্ন অসহায় হতদরিদ্রের পাশে দাড়ানোর পাশাপাশি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন। অসহায় দুরারোগ্যদের চিকিৎসা সেবা,বয়স্কদের বিনামূল্যে কোরআন শিক্ষা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গরীব ও এতীম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ সমাজে অসামাজিক কার্যক্রম বন্ধে উল্লেখযোগ্য ভুমিকা রাখছেন সততা যুব সামাজিক উন্নয়ন সংস্থা।