কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কামরুল হাসান রুবেল, নোয়াখালীঃ-নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রোববার কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে বসুরহাট আজমেরী হোটেল সভাকক্ষে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা শাখার সাবেক আমীর ও দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা ডাক্তার বোরহান উদ্দিন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশাররফ হোসাইন,সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ভূমিকা, স্বাধীন সাংবাদিকতার গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ বেলায়েত হোসেন।