কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের চিকিৎসা সহায়তা প্রদান

কোম্পানীগঞ্জ সংবাদদাতাঃ
কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে দুইজন অসুস্থ ব্যক্তির চিকিৎসা সহায়তায় নগদ অর্থ প্রদান করা হয়েছে।
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা চরহাজারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জেবল হক ও চর ফকিরা ইউনিয়নে শওকত আলীকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়৷
বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন এর উপস্থিততে এই অর্থ প্রদান করা হয়৷
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য ও প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা কামাল উদ্দিন
এতে আরো উপস্থিত ছিলেন, ৩নং চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমির খান ভুট্টু, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রিংকু, বিএনপির নেতা সেলিম মাহমুদ ও আবদুল্লাহ সারোয়ার প্রমুখ।
এই মহতী উদ্যোগে যারা অংশগ্রহণ করেন তারা হলেন মানবিক সংগঠনের গর্বিত সদস্য কেন্দ্রীয় কমিটির সভাপতি মোরছালীন হোসাইন,চরহাজারী ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিজান।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিন উল্লাহ সৈকত, মুছাপুর শাখার সভাপতি আলী আহমেদ মাসুদ, নিউ ইয়র্ক বিএনপির সদস্য আলমগীর হোসেন, বসুরহাট পৌরসভার সভাপতি হেলাল আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সদস্য হেলাল উদ্দিন ও বিএনপি নেতা জাহাঙ্গীর ফিরোজ।
চরহাজারী শাখার সাধারণ সম্পাদক মোঃ মামুন,কামাল উদ্দিন।