কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণের সভাপতি সম্পাদক ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

কামরুল হাসান রুবেল,স্টাফ রিপোর্টারঃ
প্রবাসে অবস্থানরত নোয়াখালী কোম্পানীগঞ্জের প্রবাসীদের সংগঠন কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল শ্রেনী পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোঃ মোরসালীন হোসাইন শামীম ও সাধারণ সম্পাদক আমিন উল্ল্যাহ সৈকত৷
এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর ‘খুশির ঈদ’।
তারা আরো বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।