কোম্পানীগঞ্জ প্রবাসী যুব পরিষদ যুক্তরাষ্ট্র’র আয়োজনে ঈদ প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রবাসী যুব পরিষদ, যুক্তরাষ্ট্র এর উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মনোমুগ্ধকর ঈদ প্রীতি অনুষ্ঠান – ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
লিবার্টি এভিনিউ দারুচিনি হলরুমে সন্ধ্যা ৭টা থেকে চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি নূরুল আমিন বুলবুল এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ সোসাইটি ইউ এস এ”র সদস্য, কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আল হারুন চেয়ারম্যান ( সিপিএ)। গেষ্ট অফ অনার হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নাইম টুটুল।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, আনোয়ার হোসাই-নবিশিষ্ট্য ব্যবসায়ী, মোঃ শাজাহান-বিশিষ্ট্য ব্যবসায়ী,মোঃ একরামুল হক (সিপিআই)-বিশিষ্ট্য ব্যবসায়ী,মোঃআব্দুল্লাহ হাজারী-বিশিষ্ট্য ব্যবসায়ী,মোঃ রসুল আমীন-বিশিষ্ট্য ব্যবসায়ী,
মোঃ আব্দুল রাজ্জাক-বিশিষ্ট্য ব্যবসায়ী
মোঃ আনোয়ার (সিপিআই)-বিশিষ্ট্য ব্যবসায়ী
মোঃ কামাল হোসেন-বিশিষ্ট্য ব্যবসায়ী
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য পেশ করেনঃ- মোঃ ইলিয়াছ মাষ্টার। মোঃ জহির উদ্দিন সেলিম। মোঃআনছার উল্লাহ। মোশাররফ হোসাইন সবুজ। মোঃ ওবাইদুল হক খান। মোঃ তাজুল ইসলাম। মোঃ আহসান উল্লাহ বাচ্চু। মোঃ আবু নাছের। মোঃ এ্যাড. কামাল উদ্দিন। মোঃ নুরুল ইসলাম বাবু
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ প্রবাসী যুব পরিষদ, যুক্তরাষ্ট্র এর আহবায়ক মোরছালীন হোসাইন।
ও সহ সভাপতিত্ব করেন যুগ্ম আহবায়ক রবিন খান। উক্ত ঈদ প্রীতি অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান মিজান ও যুগ্ম সমন্বয়ক আলমগীর হোসাইন। সার্বিক ত্বত্তাবধানে ছিলেন মোঃ কামাল উদ্দিন। সদস্য সচিব মোঃ আলী আহমেদ মাসুদ। যুগ্ম সদস্য সচিব এ এইচ ফয়সাল।
অনুষ্ঠান শেষে সকলের মাঝে ডিনার পরিবেশন করা হয়।