এম নাছির উদ্দীন ,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে
পুকুরের পানিতে ডুবে আবদুল্লাহ মোঃ সিয়াম (২ বছর ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
১৮ জুন(রোববার) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শরফুদ্দিন মিয়াজি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সিয়াম ওই এলাকার বাসিন্দা এবং মনুফকির হাট বাজারের ব্যবসায়ী আবদুর রহিমের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া উক্ত প্রতিবেদককে বলেন, বিকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু সিয়াম। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা ও পরিবারের অন্য সদস্যরা । খুঁজাখুঁজির
একপর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে।
পরে
স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজনসহ শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.