চরদরবেশ ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী চরদরবেশ ইউনিয়নে তালতলা যুব ও ছাত্র সংঘের আয়োজনে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূইয়া) সার্কেল তাসলিম হুসাইন। শনিবার চরদরবেশ ইউনিয়নের তালতলা সংলগ্ন মাঠে খেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূইয়া) সার্কেল তাসলিম হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবুল কাশেম, আলমগীর হোসেন, সাহাব উদ্দিন ও বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা যুবলীগ নেতা মাছুম ইকবাল সুমন প্রমুখ ।