চরপার্বতী রহমানিয়া মাদ্রাসা হিফয সম্পুর্নকরন উপলক্ষে শিক্ষার্থীদের পাগড়ি প্রদান

কামরুল হাসান রুবেল,স্টাফ রিপোর্টারঃনোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহমানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের হিফয সম্পুর্নকরণ উপলক্ষে হাফেজদের মাঝে পাগড়ি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পুর্ন হয়েছে
শনিবার সকাল ৯ টা চরপার্বতী ইউনিয়নের মরহুম আসলাম মাষ্টার বাডির দরজায় রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এই পাগড়ি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রহমানিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মাওলানা মোঃ হানিফ আনসারী’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মহতামিম হাফেজ মাওলানা মোঃ ইয়াসিন, এতে আরো উপস্থিত ছিলেন আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল হাকিম বিএসসি,দাগুন ভূইয়া দারুল উলুম মাদ্রাসার মহতামিম মাওলানা আতিক উল্ল্যাহ আল মামুন,মাষ্টার শাখাওয়াত হোসেন, আমেরিকান প্রবাসী তোফিকুল ইসলাম তারেক সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, চরপার্বতী রহমানিয়া মাদ্রাসা এই বছর ১৪ জন শিক্ষার্থী হিফস শেষ করে পাগডি ও সনদ প্রদান ও নতুন ৬০ জন শিক্ষার্থী ছবক গ্রহণ করেন৷