চরহাজারীতে প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রী’র ঈদ উপহার বিতরণ

কামরুল হাসান রুবেল-
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘র পক্ষে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সার্বিক সহযোগীতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নে অসহায় লোকজনের মাঝে ঈদ-উল- ফিতর উপলক্ষে ঈদের উপহার শাড়ী,লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে চরহাজারী ইউনিয়নের হাজারীহাট বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো: নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরেজ্জামান স্বপন,চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ,চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলন,চরহাজারী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ওমর ইবনে জুয়েল,সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান রিফাত প্রমূখ।