চরহাজারীতে ব্যবসায়ী শেখ ফরিদ খোকন এর রমজানের ফুড প্যাকেজ বিতরণ

কামরুল হাসান রুবেল:নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ খোকন এর পক্ষ থেকে রমজানের ফুড প্যাকেজ বিরতরণ করা হয়ে৷
বুধবার বাদ (১২ মার্চ) জোহর চরহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শহীদ আবদুল আজিজ রায়হান স্মৃতি ইসলামী সমাজ কল্যান পরিষদের সভাপতি শেখ ফরিদ খোকন এর বাড়িতে নিম্ন আয়ের পরিবারের মাঝে এই ফুড প্যাকেজ বিতরণ করা হয়৷
বিশিষ্ট সমাজসেবক মাহবুল হক এর সভাপতিত্বে ও চরহাজারী ৩নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নেয়াজুর রহমান খোকন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-৫ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলা জামায়েত ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন৷
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা উপজেলা মসজিদ মিশন এর সভাপতি মাওলানা শাহাজাহান৷
এতে বক্তব্য রাখেন সাবেক কমিশনার আবদুল মান্নান, চরহাজারী শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিন৷
এময় আরো উপস্থিত ছিলেন শহীদ আবদুল আজিজ রায়হান এর পিতা আবদুর রাজ্জাক, চরহাজারী ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আবদুর সাত্তার শাহীন, সেক্রেটারি আসাদুল্লাহ গালিব সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন৷