কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন USA এর সাধারণ সম্পাদক ও মরহুম বেলায়েত হোসেন সোহাগ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকান প্রবাসী মোশারফ হোসেন সবুজ বাংলাদেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বিকাল ৪টায় চরহাজারী ইউনিয়নের আবু মাঝিরহাটে
মরহুম বেলায়েত হোসেন সোহাগ স্মৃতি ফাউন্ডেশন ও আবু মাঝিরহাট ব্লাড ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহিউদ্দিন সোহাগ৷
বেলায়েত হোসেন সোহাগ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোহাম্মদ উল্যার সভাপতিত্বে ও এক্স- স্টুডেন্ট এসোসিয়েশন আবু মাঝিরহাট হাই স্কুলের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমানের সন্চালনায় এতে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মোশারফ হোসেন সবুজ।
এসময় সংবর্ধিত অতিথি মোশারফ হোসেন সবুজকে চরহাজারী ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়৷ এতে অংশগ্রহণ করেন আদর্শ স্পোর্টিং ক্লাব আবু মাঝিরহাট, চৌধুরী স্পোর্টিং ক্লাব এবং এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন আবু মাঝিরহাট হাই স্কুল৷
এতে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট সমাজ সেবক মাহফুজ আলম,
বেলায়েত হোসেন সৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাক্তার নুর আহম্মদ, এক্স স্টুডেন্ট এসোসিয়েশন আবু মাঝিরহাট হাই স্কুলের সভাপতি সাইফুল ইসলাম হারুন, আবু মাঝিরহাট ব্লাড ব্যাংকের সভাপতি মাইন উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক শাহাদাত উল্ল্যাহ স্বাভাব, মাষ্টার ওমর ফারুক, আবদুল জলিল,মাওলানা ফরিদ উদ্দিন নূরি,আবুল কাশেম বিএসসি ও রহমত উল্যাহ দিদার সহ এলাকার বিভিন্ন পর্যায়ের সামাজিক নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন৷
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.