চরহাজারী ইউনিয়নের একজন গুণী মানুষের চিরবিদায়

কামরুল হাসান রুবেল,নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চরহাজারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড নিবাসী মাষ্টার ফজলুল করিম ৪ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮.২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ ইন্না…রাজীউন
মরহুম মাষ্টার ফজলুল করিম দীর্ঘ সময় চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দায়িত্ব পালন করেছেন কোম্পানীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের। জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্বে ছিলেন নিজ জন্মস্থান চৌদ্দ বাড়ি সমাজ পরিচালনা কমিটির ও চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসার৷ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হিসেবে৷ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে জড়িত এই গুণি মানুষের মৃত্যু শোক জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ৷ বাদ আছর পারিবারিক কবরস্থানে সমাহিত কারার কথা রয়েছে এই গুনি মানুষ কে৷