চরহাজারী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ উপহার বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালী কোম্পানীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চরহাজারী ইউনিয়ন শাখার আয়োজনে শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে৷
শুক্রবার সকালে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে চরহাজারী মহিলা মাদ্রায় এই ঈদ উপহার বিতরণ করা হয়৷
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চরহাজারী ইউনিয়ন শাখার সভাপতি আবুল বাশার এর সভাপতিত্বে ও সেক্রেটারি নুর উদ্দিন নুর্মিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী কোম্পানীগঞ্জ উপজেলা জামায়েত ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন৷
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি অধ্যাপক জিয়াউল হক জিয়া
এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাজাহান, চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহমান, সহ- সেক্রেটারি সাবেক ছাত্রনেতা রহমত উল্যাহ দিদার,জামাত নেতা আলী আকবর সুমন ও আইয়ুব আলী আনসারী প্রমুখ৷
এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চরহাজারী ইউনিয়ন ১ থেকে ৯ ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ এতে উপস্থিত ছিলেন৷