নোয়াখালী প্রতিনিধি : দেশের অন্যতম বানিজ্যিক কেন্দ্র নোয়াখালীর চৌমুহনী। কিন্তু প্রতিদিন লাগামহীন যানযটে অতিষ্ঠ এখানকার সাধারণত পথচারীরা। দীর্ঘদিন ধরে যানযট নিরসনের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন।
তারই অংশ হিসেবে আজ (২৯ জানুয়ারী) বিকেলে চৌমুহনী বাজারের প্রধান সড়কে যানযটসহ জনগণের ভোগান্তি দূর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় চৌমুহনী বাজারের দক্ষিণ পার্শ্বের সড়ক ও ফুটপাতের উপর অবৈধভাবে স্থাপন করা প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ পার্কিং ও অনুমোদন ব্যতীত জনপথ, রাজপথ অথবা সরকারি জায়গা অন্যায়ভাবে দখলের প্রেক্ষিতে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৬ টি মামলায় মোট ১৩,০০০/- টাকা অর্থাদণ্ড প্রদান করা হয়।
প্রায় ছয় ঘন্টা ব্যাপী চলমান শ্বাসরুদ্ধকর এই অভিযান পরিচালনার কাজে সহায়তা করে বেগমগঞ্জ পৌরসভা।
প্রশাসনের পক্ষ থেকে নোয়াখালী টিভিকে জানানো হয় যানযট নিরসনে এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.