শিরোনাম :
Notice :
জন্মভূমির ক্রান্তিকালে। লেখকঃ আবুল কাশেম

জন্মভূমির ক্রান্তিকালে
-আবুল কাশেম
——————————
বাংলাদেশ এক প্রাচীন জনপদ
যার ঐশ্বর্য ছিল ভরা,
যার গোলামী করতে উদ্গ্রীব ছিল
সমগ্র বসুন্ধরা।
আটলান্টিকের ওপার থেকে আসলো ডাকাত
দেশ লুটবার তরে,
পর্তুগীজ, ডাচ, দীনেমার, ফরাসী,
ইংরেজ নৌদস্যুরা এসে ‘পরে———-
বিভিন্ন স্থানে স্থাপন করে কুঠি,
গোলাবারুদের অবৈধ মওজুদ করে
শক্ত করে ওদের খুঁটি।
ইতিহাসের বাঁক ঘুরে, পলাশীর অন্ধকার মোড়ে
যখন ডাকাতি হয় আযাদীর দিবাকর,
শাহী তখতের অধিকারী জাতি
নিক্ষিপ্ত হয় ফুটপাতের ‘পর।
কবরের জন্য তিনগজ মাটি হয়নিকো
ভূ-ভারতের বুকে,
রেঙ্গুনে নির্বাসনে অনাহারে মরে ধুকে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর