আবু হাসান আপন,নবীনগর উপজেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়নপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জোর করে বোনকে তার ভিটি বাড়ি থেকে বের করে দিয়েছে ভাই বাবুল মিয়ার স্ত্রী ভাবী রাশিদা বেগম।
৯৯৯ পুলিশের সহায়তা চেয়েও কোন প্রতিকার পায়নি সেই অসহায় নারী রীনা বেগম।গতকাল সোমবার(৩১/৭) এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবী জানান।
সুত্রে জানাযায়,নারায়নপুর গ্রামের আবদুল মজিদ মিয়ার ৪ ছেলে ও ৩ মেয়ে, পিতার ওয়ারিশ সুত্রেপ্রাপ্ত বসত ভিটিতে রীনা বেগম তার স্বামী সন্তানদের নিয়ে বসবার করে আসছে। তার ভাই বাবুল ও ভাবী রাশেদা বেগম ওই সম্পত্তি দখলের জন্য প্রায়ই নানা কৌশলে নির্যাতন চালাতো।
এই অত্যাচার থেকে রক্ষা পেতে রীনা আদালতে মামলা করলে তারা তার উপর আরো নির্যাতন বাড়িয়ে দেয়। গত শনিবার তার ভাই ভাবী তাদের লোকজন নিয়ে তাদের উপর হামলা করে টাকা পয়সা স্বর্ণাংকার প্রয়োজনীয় বই কাগজপত্র নিয়ে যায় এবং তাদের ঘর থেকে বের করে দেয়। এর ঘটনায় ৯৯৯ পুলিশের সহায়তার চেয়ে পুলিশ কোন সঠিক প্রতিকার করতে পারেনি।
ওই নির্যাতিত অসহায় নারী তার পরিবার ও নিজের নিরাপত্তা ও ন্যায বিচার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত রাশিদা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, রীনা বেগম তার প্রাপ্ত জমি বিক্রী করে নিয়ে গেছে,সে ঢাকায় থাকে তার স্বামী আমার ভাসুরের জায়গায় একটি ঘরে থাকে,ভাসুর সেই জায়গা বিক্রী করে দেওয়ার কারনে রীনা জামাইকে এখান থেকে সরে যেতে বলা হয়েছে।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত)মোহাম্মদ সোহেল বলেন,প্রতিকার পাায়নি সঠিক নয়,পুলিশ সেখানে যায় এবং সহঅবস্থানের নির্দেশনা দিয়ে আসে,বিষয়টি আইনী প্রক্রিয়ায় রয়েছে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.