জিনোদপুর ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আবু হাসান আপন,নবীনগর উপজেলা প্রতিনিধি
খেলাই শক্তি খেলাই বল মাদক ছেড়ে ফুটবল” মাদকের করাল ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে প্রতিবছরের ন্যায় এবারও জিনোদপুর ফুটবল প্রিমিয়ার লীগের ১৪ তম আসরের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের জিনোদ পুর গ্রামে, প্রতিবছরের ন্যায় এবার ও জিনোদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে শুক্রবার ১১/৮ বিকেলে জাঁকজমকপূর্ণভাবে জিনোদপুর রঙ্গিন টিভি কাপ ফুটবল প্রিমিয়ার লীগের ১৪ তম আসরের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফাইনাল খেলা উদ্বোধন করেন। জিনোদপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জিনোদপুর ০৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জিনোদপুর বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম,জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাংবাদিক আব্দুল হাদী,নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম,কৃষকলীগ জিনোদপুর ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম মাইনু সরকার, সাংবাদিক মনির,আল মামুন,আনিসুর রহমান পনির,মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক আবু হাসান আপন প্রমুখ।
দুবাই প্রবাসী মোঃ জালাল ও সৌদি আরব প্রবাসী মোঃ সুমন এবং ওমান প্রবাসী রুবেল সার্বিক সহযোগিতায়। খেলাটি পরিচালনা করেন,অবসর প্রাপ্ত সৈনিক জয়দুল ইসলাম হিরাকাশি।
ধারাভাষ্যর দায়িত্ব ছিলেন শামীম মাষ্টার।উক্ত ফাইনাল খেলায় দুটি শক্তিশালী দল, এফ এম স্পোটিং ক্লাব বনাম সোনার বাংলা স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করেন।
খেলায় , এফ এম স্পোটিং ক্লাব ০ সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ০১ গোলে জয় লাভ করেন।প্রধান অতিথি চ্যাম্পিয়ন ট্রপি টিম ম্যানেজার জালাল আহম্মদের হাতে তুলে দেন।