জিয়াউর রহমান এর ৪২ তম মৃত্যু বার্ষিকী পালিত

কামরুল হাসান রুবেল –
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ এর বাড়ীর সামনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা,সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হাসনা জসিম উদ্দিন মওদুদ।
এতে আরো বক্তব্য রাখেন,বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফোরকান-এ-আলাম,কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রহীম,কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু সহ কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা এবং পৌরসভা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।